শনিবার, ২৫ এপ্রিল ২০২০
ভাঙ্গায় ১ম রমজানে ২১ ছিন্নমূলদেরকে সেহেরী করালো ছাত্রলীগ
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ১ম রমজানে ২১ ছিন্নমূলদেরকে সেহেরী করালো ছাত্রলীগ
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় প্রথম রমজানে ২১জন ছিন্নমূলদেরকে সেহেরী করিয়েছে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার উপজেলার সিনিয়র সহকারী জজ কোর্ট ও ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থাকা ছিন্নমূলদেরকে সেহেরী করানো হয়।
জানা যায়, উপজেলার সিনিয়র সহকারী জজ কোর্ট ও ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে বেশ কয়েকজন ছিন্নমূল থাকেন। এদের বসবাসের নির্দিষ্ট কোন স্থান নেই। এরা বেশীরভাগ সময়ে অনাহারে দিন কাটিয়ে থাকেন। এসব ছিন্নমূলদের প্রত্যেককে ভাত, মুরগীর গোস, ডাল ও দুধ দিয়ে সেহেরী করায় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ছাত্রলীগ নেতা আবির মুন্সি বিতু জানায়, উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় ছিন্নমূলদের সেহেরী করানো হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০:৫৯:০৪ ৮৫৪ বার পঠিত #ছাত্রলীগ #ছিন্নমূল #ফরিদপুর #ভাঙ্গা #রমজান