শনিবার, ২৫ এপ্রিল ২০২০

COVID-19 ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » COVID-19 ম, বজলুর রাহমান
শনিবার, ২৫ এপ্রিল ২০২০



 ম,বজলুর রাহমান

দেখে মনে হয়, নিরীহ কদম;না।

ভ্যাননা ফল? না, তাও না।

COVID-19; করোনা।দিগবসনা
অন্ত্যজ জীবাণু। সময়ের বড় শয়তান।
গ্রিক পুরাণের, মেডুসার সর্পকেশ;
বেপথু মৃত্যু বিষ, অনিঃশেষ।

জন্ম যখন, উহানে,
কেন এলি। থেকে যেতিস, সেখানে।
হতচ্ছাড়া, কুলাঙ্গার।
মেধা মূর্ধা শিশ্নে, শুধুই সংহার।
কে খুলে দিল, বাঁধন তোর?
ল্যাবে ল্যাবে, বাড়িছে মারণ; দিনভর।
খেপেছে ‘স্যামচাচা’,
তোর জনকেরও, নেই বাঁচোয়া।
হান, ইয়াংসিকিয়াং থেকে,
ধ্বংশ রঙ, কাদা মেখে,
পদ্মা গঙ্গা, টাইবার সীন; রাইন।
হাজার নদীতীর; কত শহর বন্দর
নগরী।কেমন শোকহীন স্তব্দ,
হাওয়ায় বাজে, আয়ু গলার শব্দ।

তবু , স্বপ্ন জেগে রয়।
আশা, মানেনি পরাজয়;
আসবে সুদিন. মানুষেরই হবে, জয়।
সময় থাকতে, তাই পালা,
চোরদের গুদাম কিন্তু, থোলা,
কখন পুরে, মেরে দেবে তালা।
———————————
২২ শে এপ্রিল ,২০২০

বাংলাদেশ সময়: ১০:২৪:২৭   ৬১৮ বার পঠিত   #  #  #