রবিবার, ২১ জুলাই ২০১৩
বাড়তে পারে ঈদের ছুটি
Home Page » জাতীয় » বাড়তে পারে ঈদের ছুটিবঙ্গনিউজ ডটকমঃ ঊনত্রিশ রোজা হলে আগামী ৯ আগস্ট ঈদ। আর তা হলে ৮ আগস্ট বৃহস্পতিবার থেকে ১০ আগস্ট শনিবার পর্যন্ত থাকবে ঈদের ছুটি। তবে এই ছুটি এক দিন বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।
সাধারণভাবে ঈদের ছুটি থাকে তিন দিন। ঈদের আগে-পরে দুই দিন এবং ঈদের একদিন। ৫ আগস্ট পালিত হবে শবে-ই কদর। এ উপলক্ষে ছুটি থাকবে ৬ আগস্ট মঙ্গলবার। পরের দিন বুধবার ৭ আগস্ট সরকারি কোন ছুটি নেই। আবার এর পরদিন থেকেই অর্থাত্ ৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ঈদের ছুটি। এরমধ্যেই থাকছে সরকারি সাপ্তাহিক ছুটি দুই দিন।জানা গেছে, ৬ এবং ৮ আগস্টের মাঝখানের একদিন ৭ আগস্ট সরকার সাধারণ ছুটি ঘোষণা করতে পারে। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে সংশ্লিস্ট একজন কর্মকর্তা জানিয়েছেন।তিনি জানান, ৭ আগস্ট ছুটি ঘোষণা করা হলে রাস্তাঘাটে ঘরমুখো মানুষের চাপ কম থাকবে। তারা নির্বিঘ্নে একটু সময় নিয়ে বাড়ি ফিরতে পারবেন।
বাংলাদেশ সময়: ২৩:২৯:৪১ ৩৭৫ বার পঠিত