মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

কান্নারত পথচারীর দায়িত্ব নিলেন একজন পুলিশ সদস্য

Home Page » বিবিধ » কান্নারত পথচারীর দায়িত্ব নিলেন একজন পুলিশ সদস্য
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০



---ইমন আহম্মেদঃ (ঝিনাইদহ প্রতিনিধি)ঃ
একজন মানুষ আল-আমিন বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। এখন ঝিনাইদহ জেলার ডাকবাংলা ক্যাম্পে দায়িত্বে আছেন। একজন হতদরিদ্র মানুষকে আজ সহযোগিতা করতে দেখলাম।লোকটি স্থানীয় ক্যাম্পের ছামনে বসে কাদছিল কারন আজ খাবার কেনার মত টাকা নাই।অনেক মানুষ রাস্তা দিয়ে গেলেও কারো নজর পড়েনি।কিন্তু নজর পড়লো পুলিশ সদস্য আল-আমীনের।নিজ হাতে নিজ খরচে চাউল, ডাউল, তেল কাঁচাবাজার সহ যা লাগে কিনে দিলেন।

দান গোপনে দেওয়াটাই উত্তম কিন্তু প্রচার করার কারন হল একজন পুলিশের কনস্টবল এত কম টাকা বেতন পাওয়ার পরেও একজন গরিব মানুষের সহযোগিতা করলেন এবং ওনার যতদিন সমস্যা মনে হয় ততদিনের দায়িত্ব নিলেন।তবে আমরাও কি আমাদের আশপাশেও এমন অনেক গরিব মানুষ আছে আমরা কেন দায়িত্ব নিতে পারি না?
পুলিশ সদস্য আল-আমীন কিছুদিন আগেও আলোচিত হয়েছিলেন, করোনা আতঙ্কে যখন কারো নিজ সন্তান তার বাবা মা কে চিনতে পারছিল না মৃত মানুষের কাছে তার কোন নিকট আত্মীয় স্বজনরা লাশের পাশে আসছে নাঠিক তখনি তিনি তার ব্যাক্তিগত ফেসবুকে একাউন্টে মোবাইল নাম্বার সহ লিখেছিলেন-করোনা আতঙ্কে কোন মৃত ব্যাক্তির লাশ গোসল এবং মাটি দেওয়ার মানুষ না পেলে আমার নাম্বারে ফোন দিবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছিল।

তিনি আরো বলেছিলো ভাই বেতন তো অনেক কম তাও যতটুকু পাই তা দিয়েই যতদুর পারি মানুষের সহযোগিতা করার চেষ্টা করেছি।
তবুও আপনি যদি দেখেন কোন মানুষ না খেয়ে আছে আমাকে জানাবেন।
ঠিক এমনি ভাবে এই পুলিশ সদস্যের মত আমাদেরও এই করোনা আতঙ্কের মধ্যে যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়িয়ে মানবিক দিক তুলে ধরি।

বাংলাদেশ সময়: ১৪:২২:৪৩   ৩৯১ বার পঠিত