
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় নতুন করে ১০ জন করোনা ভাইরাস রোগী সনাক্ত
Home Page » প্রথমপাতা » হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় নতুন করে ১০ জন করোনা ভাইরাস রোগী সনাক্তপবিত্র সরকার, সিলেট প্রতিনিধি:হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় একদিনেই ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে সন্দেহ জনক যাদের পরীক্ষা করা হয়েছে এরমধ্যে এই ১০ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও ২ জন নার্স রয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান- আক্রান্তদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। এরমধ্যে লাখাই উপজেলায় ৩ জন, বানিয়াচং উপজেলায় ৩ জন, বাহুবল উপজেলায় ১ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২ জন ও চুনারুঘাট উপজেলায় ১ জন।
এছাড়া আক্রান্তদের মধ্যে দুইজনের বাড়ি কুমিল্লায়। তারা শ্রমিক হিসেবে ধান কাটার জন্য হবিগঞ্জে এসেছেন। বাকি ৮ জন সম্প্রতি ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর এলাকা থেকে ফিরেছেন।
এদিকে, আক্রান্ত সকলেই বর্তমানে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ফলে এলাকার মধ্যে করোনা সংক্রামণের প্রবল ঝুঁকি থাকায় প্রত্যেকটি এলাকা লকডাউন করা হবে। পাশাপাশি লকডাউন কঠোর করতে ওই এলাকাগুলোতে ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান সিভিল সার্জন।
এর আগে ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। তিনিসহ জেলায় করোনা আক্রান্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ জন।
বার্তাবাহক জুনায়েদ হাবিব, এর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়,হবিগঞ্জ।
বাংলাদেশ সময়: ১২:০৭:৩৯ ৪৯৮ বার পঠিত # #ভাইরাস আক্রান্ত #হবিগঞ্জ