মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
রমজানেও মক্কা-মদিনায় মুসুল্লিদের উপস্থিতি স্থগিত থাকবে
Home Page » প্রথমপাতা » রমজানেও মক্কা-মদিনায় মুসুল্লিদের উপস্থিতি স্থগিত থাকবেবঙ্গ-নিউজ:রমজানেও মক্কা-মদিনায় মুসুল্লিদের উপস্থিতি স্থগিত থাকবে । বিশ্বব্যাপী আতঙ্ক হিসেবে দেখা দেওয়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আসন্ন রমজান মাসেও মক্কা-মদিনার গুরুত্বপূর্ণ মসজিদে সাধারণ মুসুল্লিদের উপস্থিতি স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরব। জনস্বাস্থ্য সুরক্ষার জন্য দেশটির স্বাস্থ্য বিষয়ক যৌথ কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যে কারণে এবার রমজান মাসে দেশটির মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারাম (কা’বা শরীফ) ও মদিনার মসজিদে নববীতে তারাবিসহ পাঁচ ওয়াক্ত নামাজে অংশ নিতে পারবেন না মুসুল্লিরা।
এ তথ্য নিশ্চিত করে গতকাল ২০ এপ্রিল, সোমবার রাতে হারামাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আব্দুর রহমান আস সুদাইস জানান, এসময়ে তারাবি ও তাহাজ্জুদের নামাজ সংক্ষিপ্ত আকারে দশ রাকাত আদায় করা হবে।
এছাড়া রমজান মাসে হারামাইনে ইতিকাফ এবং প্রচলিত ইফতারও বন্ধ থাকবে। তবে তাদের ইফতারসামগ্রী বিতরণ করা হবে মক্কা ও মদিনা উভয় শহরেই। এর আগে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত উমরাহ হজও বন্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ। আর বর্তমানে মক্কা-মদীনা উভয় শহরেই চলছে ২৪ ঘণ্টার কারফিউ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে আরো ৬ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশটিতে মোট ১০৩ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। আর একদিনে আরো ১ হাজার ১২২ জনের শরীরে করোন শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৮৮ জন সুস্থ হওয়ায় এখানে মোট ১ হাজার ৪৯০ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে ৭৩ শতাংশ অভিবাসী ও ২৭ শতাংশ দেশটির স্থায়ী নাগরিক। এছাড়া আক্রান্তদের মধ্যে ৭৭ শতাংশ পুরুষ ও বাকি ২৩ শতাংশ নারী।
বাংলাদেশ সময়: ১০:৪৭:১৬ ৫১০ বার পঠিত # #করোনা ভাইরাস #মহামারি আকারে করোনা ভাইরাস #সারা বিশ্বে করোনা