সোমবার, ২০ এপ্রিল ২০২০

সিলেটে করোনা ভাইরাস আক্রান্ত এক যুবক পলাতক

Home Page » প্রথমপাতা » সিলেটে করোনা ভাইরাস আক্রান্ত এক যুবক পলাতক
সোমবার, ২০ এপ্রিল ২০২০



ফাইল ছবি

পবিত্র সরকার, সিলেট প্রতিনিধি:করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের এক যুবক বাড়ি থেকে পালিয়েছেন। রবিবার রাতে করোনা আক্রান্ত হয়েছেন শুনার পর ওই যুবক তার টিকলপাড়াস্থ শশুর বাড়ি থেকে পালিয়ে যান।

সিলেট সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনীরের ভাষ্যমতে ওই যুবক শশুরবাড়িতে থাকতো। সেখানে গিয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাকে খুজে পাননি। পুলিশ ও প্রশাসন তাকে খুঁজে পেলে তাকে হাসপাতালে আনা হবে।

জানা গেছে, ওই যুবক টিকরপাড়াস্থ শশুর বাড়ি থাকতেন। তিনি স্থানীয় এলাকায় অটোরিকশা চালাতেন। রবিবার রাতে করোনা শনাক্ত হওয়ার আগ পর্যন্ত আক্রান্ত ওই ব্যক্তি টিকরপাড়াস্থ তার শ্বশুরবাড়িতে ছিলেন। করোনা আক্রান্ত হয়েছেন শুনে পালিয়ে যান তিনি। আক্রান্ত ব্যাক্তি পালিয়ে যাওয়ার পর থেকেই সিলেট নগরীতে জনগণের মাঝে আতংক দেখা দিয়েছে।

এর আগে রবিবার (১৯ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে ওই ব্যক্তির শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ১৪:১৭:৩২   ৫৩০ বার পঠিত   #  #  #  #