রবিবার, ১৯ এপ্রিল ২০২০
কলমাকান্দায় ত্রান বিতরনে তামাশা
Home Page » সারাদেশ » কলমাকান্দায় ত্রান বিতরনে তামাশাস্টাফ রিপোর্টারঃনেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বিশরপাশা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণের নামে মিথ্যাচার করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তামাশার সৃষ্টি করেছে।
গত বুধবার (১৫ এপ্রিল ) ‘বিশরপাশা মানবিক ফাউন্ডেশন ‘ এর উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হতদরিদ্র ১ ৬০টি পরিবারকে দেয়া হয়েছে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।এই নিয়ে সময় টিভির অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে একটি সংবাদ প্রকাশ করে সংগঠনের লোকেরা।সংবাদে উল্লেখ করা হয়েছে সংগঠনের সদস্যের দেয়া চাঁদা ও বিভিন্ন অনুদান সংগ্রহ করে অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ১৬০টি পরিবারকে ৫কেজি চাল, ১লিটার সয়াবিন তেল, ১কেজি লবণ, ১কেজি আলু এবং ১টি করে লাইফবয় সাবান, ১ কেজি মসুর ডাল দেওয়া হয়।
কিন্তু ত্রাণ পাওয়া ভূক্তভোগীরা জানান ভিন্ন তথ্য। ত্রান সামগ্রী পাওয়া ব্যক্তিদের মধ্যে বিশরপাশা গ্রামের অমর চন্দ্র সাহা ও বাসন্তী দাস জানায়,আমাদের যে ত্রাণ ত্রান সামগ্রী দেওয়া হয়েছে। এই গুলোর মধ্য ৪ কেজি চাল,আধা লিটার সয়াবিন তেল,১ কেজি লবন,১ কেজি আলু,১০ টাকা মূল্যের একটি সাবান,আধা কেজি মসুর ডাল। কিন্তু সংবাদে যেভাবে উল্লেখ করা হয়েছে সেই পরিমাপে আমাদের ত্রাণ সামগ্রী দেয়নি সংগঠনের লোকেরা।
এই সংবাদ প্রকাশিত হওয়ার পর বিশরপাশা মানবিক ফাউন্ডেশনের এমন মিথ্যাচার নিয়ে এলকায় সমালোচনার তুমুল ঝড় উঠেছে।
এলাকাবাসী জানান,বিশরপাশা মানবিক ফাউন্ডেশনের পূর্বের কাজগুলো খুবই প্রশংসনীয়। কিন্তু করোনা ভাইরাসের কারনে হতদরিদ্র কর্মহীন মানুষদের দুর্বলতার সুজোক নিয়ে এমন মিথ্যাচার করা উচিত হয়নি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের মুঠোফোনে সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।
বাংলাদেশ সময়: ১৪:৫৭:২১ ৭৩৯ বার পঠিত