শনিবার, ১৮ এপ্রিল ২০২০
সোনাইমুড়ী, সেনবাগ উপজেলায় ১৫ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আওয়ামীলীগ নেতা মোহন
Home Page » বিবিধ » সোনাইমুড়ী, সেনবাগ উপজেলায় ১৫ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আওয়ামীলীগ নেতা মোহনবঙ্গ-নিউজঃ অসহায় অসচ্ছল কর্মহীন দিনমজুর বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন, (মোহন)। তিনি সোনাইমুড়ি, সেনবাগ, উপজেলার ১৬টি ইউনিয়ন ২টি পৌরসভার মাঝে ১৫ হাজার পরিবারকে খাদ্যদ্রব্য,নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নগদ টাকা প্রদান করেন।
প্রতি পরিবারকে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সাবান সহ নগদ টাকা দেওয়া হয়। গত শনিবার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম চলে ।
তাছাড়া তিনি এর আগে রাজধানী ঢাকায় বিভিন্ন এতিমখানায়, বিভিন্ন এলাকায়, ৫ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সাখাওয়াত হোসেন মোহন তার নিজ উদ্যোগে ব্যক্তিগত অর্থায়নে, সোনাইমুড়ী, সেনবাগ, উপজেলা নিম্নবিত্ত অসহায় মানুষদের জন্য এই দানের হাত বাড়িয়ে দেন।
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন , তার মত করে সমাজের বিত্তশালীরা যদি এগিয়ে আসতেন, দেশে এই বিপদ কালীন সময়ে, অনেক গরীব অসহায়, অসচ্ছল মানুষদের অনেক উপকার হবে ।
তিনি সমাজের বিত্তশালী সবার কাছে যে যার মত করে, সবাই যার যার অবস্থান থেকে এই দুর্যোগকালীন সময়ে এগিয়ে আসার অনুরোধ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে, সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সোনাইমুড়ী উপজেলার যুবলীগের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম ফরহাদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শাহজাহান আলম ভূঁইয়া।