শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

ভাঙ্গায় দুই হাজার পরিবারে ত্রাণ দিলেন বিশিষ্ট শিল্পপতি জালাল রানা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় দুই হাজার পরিবারে ত্রাণ দিলেন বিশিষ্ট শিল্পপতি জালাল রানা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০



খাদ্য সামগ্রী
ব্যুরো চিফ, ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় চলমান করোনা পরিস্থিতিতে উপজেলার দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি মো. সাখাওয়াত হোসেন (জালাল রানা)।

তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা যায়, সম্প্রতি বিশ্বের বেশ কয়েকটি দেশে দ্রুত ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) জন্য বাংলাদেশে জীবন যাত্রার মান স্থবির হয়ে  পড়েছে। করোনা সংক্রমণ রোধে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ায় বিপাকে পড়ে অসহায় দিন যাপন করছেন ভাঙ্গা উপজেলার মধ্য বিত্ত ও নিম্ন শ্রেণীর লোকজন। এসব অসহায় পরিবারের দুই হাজার লোকদের জন্য নিজস্ব তহবিল থেকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল, এক কেজি তেল বিতরণ করেছেন চুমুরদী ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে মো. সাখাওয়াত হোসেন (জালাল রানা) জানায়, গরীব ও অসহায় লোকজনদেরকে সহযোগীতা করছি। দেশের এ অবস্থায় সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:২১:০২   ৮৬৫ বার পঠিত   #  #  #  #