শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
সিলেটে এখনো মানুষ মানছে না নিয়ম নীতি
Home Page » প্রথমপাতা » সিলেটে এখনো মানুষ মানছে না নিয়ম নীতি
পবিত্র সরকার, সিলেট প্রতিনিধি-
করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা অসাবধানতার কারনেই দিন দিন এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জ্যামিতিকারে বেড়েই চলছে।
আজ (১৬ এপ্রিল) বিকাল ০৪ঃ৫৫ pm সরেজমিনে দেখা যায়, সিলেট মদিনা মার্কেট, বিদ্যানিকেতন স্কুলের পাশে ট্রাকে করে ন্যায্য মূল্যের খাদ্য সামগ্রী বিক্রি করছে, ১৫০ জনের ওপর হবে, দীর্ঘ লাইন। বর্তমান পরিস্থিতিতে এই দৃশ্য সত্যি হুমকি সরূপ।
সিলেটে ঝুঁকি বাড়ছে অনবরত। নারায়ণগঞ্জ থেকে সিলেট ঢুকেছে প্রায় অনেক মানুষ কিন্তু তাদের খোঁজে পাচ্ছে না প্রশাসন। লুকিয়ে থাকছে, যেখানে ৩ ফুট দূরত্ব থাকার কথা,সেখানে ৩ ফুটের ভিতরে রয়েছে ৪ জনের অধিক। অনেকেই মাস্ক ছাড়াই লাইনে দাঁড়িয়েছে।
তাদের এই দাড়ানোর পরিস্থিতিতেই বিক্রি করে যাচ্ছ বিক্রেতারা। যেখানে ৫ টার পর সবকিছু বন্ধ হয়ে যাওয়ার কথা,সেখানে ঐ সময় ন্যায্য মূল্যের খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে।
সিলেটে এই প্রথম করোনা ভাইরাস (COVID 19) আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের একজন চিকিৎসক। তিনি ছিলেন সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মঈনুল।
বাংলাদেশ সময়: ০:২২:১৭ ৫৪৭ বার পঠিত #করোনাভাইরাস #সিলেট