বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
হাসুসিয়ান আবু তালহা বিন মনিরের কবিতা “একটি গ্রামের আত্মকাহিনী”
Home Page » সাহিত্য » হাসুসিয়ান আবু তালহা বিন মনিরের কবিতা “একটি গ্রামের আত্মকাহিনী”একটি গ্রামের আত্মকাহিনী
—————আবু তালহা বিন মনির
‘রামজীবনপুর’ একটি গ্রাম।
এই গ্রামের ভাই আছে অনেক কথা ।
শোনবে কি ভাই সেসব কথা?
শোনে আবার ভয় পাবে নাতো?
তাহলে বলি শোন-
দেশের পরিচিত দু-টি হাওর,
শনি ও হালি
দক্ষিণ দিকে হালির হাওর,উত্তরে শনি
দু-টি হাওরের মাঝখানে গ্রামটির অবস্থান
বর্ষাকালে শুধুই পানি রূপের মহাস্থান
পানি যখন শান্ত থাকে ,
দেখতে ভালই লাগে ।
রেগে গেলে উপায় কি?
বল একটু ভেবে ।
হালির পানি রাগে যখন
আক্রমণ করে দক্ষিণে
শনি বলে-
হালি যদি দেখাতে পারে,
আমি কেন থাকব বসে?
শনিও তখন রেগে গিয়ে,
আক্রমণ করে উত্তরে ।
দু-দিক থেকে দু-হাওর,
করে আক্রমণ ।
দস্যুর মতো ঢেউ গুলো,
ভাসিয়ে নেওয়ার উপক্রম।
ঢেউ এর আঘাতে গ্রামটি,
কেঁপে উঠে যখন ।
মানুষগুলো আঁতকে উঠে,
এই বুঝি হয় মরণ ।
ঢেউ এর সাথে যুদ্ধ করে,
বেঁচে থাকা মানুষের জীবন
শত মানুষের স্বপ্নগুলো,
করতে বাস্তবায়ন।
পানি যখন চলে যায়,
প্রকাশে অন্যরূপ
চারদিকে সবুজের মেলা
দেখতে অপরূপ
শীতকালে ঘাসের ওপর
কুয়াশা যখন পড়ে
চারদিকে দেখতে পাবে,
যেন মুক্তো ঝরে
বসন্তকালে দেখতে পাবে,
অন্য এক রূপ
নতুন পাতার সৌন্দর্য আর পাখির কলরব
গ্রীষ্মকালে যেদিকে তাকাবে দেখবে শুধু
বোরো ধানের সোনালী হাসি
সেই হাসিতে জড়িয়ে আছে,
শত মানুষের সোনালী মনের স্বপ্নডালি
গ্রামটি দেখতে তোমায় ভাই করলাম নিমন্ত্রণ
স্বজন নিয়ে আসবে চলে
তোমায় করব আপ্যায়ন।
লেখক-
আবু তালহা বিন মনির
কবি ও প্রাবন্ধিক
সাধারণ সম্পাদক-
হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস)-বাংলাদেশ,সুনামগঞ্জ জেলা শাখা।
বাংলাদেশ সময়: ২২:২৮:৫৭ ৮০৩ বার পঠিত