
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
ভাঙ্গায় নুরপুর গ্রামের অসহায়দের খাবারের দায়ীত্ব নিল মুন্সি পরিবার
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় নুরপুর গ্রামের অসহায়দের খাবারের দায়ীত্ব নিল মুন্সি পরিবার
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় চলমান পরিস্থিতিতে পৌর সভার নুরপুর গ্রামের মো. এনায়েত মুন্সির নেতৃত্বে মুন্সি পরিবারের সদস্যরা নি¤œ ও মধ্য বিত্ত, লোকচক্ষুর লজ্জায় সাহায্য নিতে নারাজ এবং অসহায়দের খাবারের দায়ীত্ব নিয়েছেন।
জানা যায়, সম্প্রতি নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। বাংলাদেশেও এর প্রভাব পড়ায় জীবন যাত্রার মান স্থবির হয়ে পড়ছে। করোনা সংক্রমণ রোধে সরকার কয়েকটি আদেশ জারী করেছেন। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ায় বিপাকে পড়ে অসহায় দিন যাপন করছেন ভাঙ্গা উপজেলার নি¤œ ও মধ্য বিত্ত শ্রেণীর লোকেরা। এসব অসহায় নিজ গ্রামের লোকদের জন্য খাবারের ব্যবস্থা করছেন নুরপুরের মুন্সি পরিবারের সদস্যরা।
এ বিষয়ে মো. সালমান মুন্সি ও আবীর মুন্সি জানায়, সরকারের সহায়তার পাশাপাশি আমরা আমাদের বড় ভাই মো. এনায়েত মুন্সির নেতৃত্বে নুরপুর গ্রামের অসহায় লোকজনদেরকে সহযোগীতা করছি। যারা লোকচক্ষুর লজ্জায় সাহায্য নিতে নারাজ তারা গোপনে আমাদের সাথে যোগাযোগ করলে তাদের বাড়ীতে সাহায্য পৌছে দেওয়া হবে।
তারা আরও জানায়, ইতোমধ্যে এলাকার মসজিদে এক হাজার মাস্ক বিতরণ করা হয়েছে, তিনশ ঘরে খাবারের ব্যবস্থায় সহযোগীতা দেওয়া হয়েছে। ইনশা আল্লাহ স্বাভাবিক পরিস্থিতি না হওয়া পর্যন্ত আমরা আমাদের দায়ীত্ব পালন করে যাব।
বাংলাদেশ সময়: ১৮:৪৪:৪৮ ১০৬৯ বার পঠিত #করোনা ভাইরাস #খাবারের সহযোগীতা #ফরিদপুর #ভাঙ্গা #মাস্ক বিতরণ