বুধবার, ১৫ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন অধ্যাপক ডা.মঈনুদ্দিন

Home Page » প্রথমপাতা » করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন অধ্যাপক ডা.মঈনুদ্দিন
বুধবার, ১৫ এপ্রিল ২০২০



ফাইল ছবি

পবিত্র সরকার, সিলেট প্রতিনিধি বঙ্গ-নিউজঃ করোনা আক্রান্ত হয়ে অবশেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন মারা গেছেন।
বুধবার সকাল পৌনে ৭টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. আয়েশা আকতার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্য হলো।

গত ৫ এপ্রিল সন্ধ্যায় ডা. মঈনুদ্দিনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয় তাকে।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করলেন মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট ডা. মঈনুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩:২২:২০   ৫১৭ বার পঠিত   #  #  #