বুধবার, ১৫ এপ্রিল ২০২০
“রঙে ভরা আমার ব্যাংকিং জীবন“-জালাল উদ্দীন মাহমুদ
Home Page » বিনোদন » “রঙে ভরা আমার ব্যাংকিং জীবন“-জালাল উদ্দীন মাহমুদ৯৮ তম পর্ব– (৩য় খন্ড-১৩ তম পর্ব)
সপ্তপদী মার্কেট শাখা,বগুড়া—-
চরিত্রের অপবাদ-৬
- হ্যাঁ , কমন ফর্মূলা ।
-বলেন তো দেখি আপা , কী এমন কমন ফর্মুলা ? আমি নড়েচড়ে বসলাম।
- এ ধরণের পুরুষ প্রথমে তার ভালো লাগে এমন একজন মহিলাকে টার্গেট করে। তারপর তার সাথে বেশি বেশি বন্ধুভাবাপন্ন হবার ভান করে। তারপর বলে সে মেয়েটার একজন ভালো বন্ধু, সে এতোদিন মনের কথা বলার জন্য কাউকে পায়নি। এতোদিনে মনের কথা বলার জন্য তাকে পেয়েছে, সে এখন সবসময় তার কথা ভাবে আর তাকে খুব মিস করে। এরুপ আরো নানান প্রকার মেকি কথা বলা শুরু করে। তারপর এক সময় হঠাৎ করে তার আচরণে নাটকীয় পরিবর্তন আসে।
- নাটকীয় পরিবর্তন ? সেটা আবার কি ধরনের ?
-বলছি শোন। এ কথা গুলোও কমন। সে মহিলাটাকে আগের চেয়ে বেশি গুরুত্ব দেয়া শুরু করে এবং তাকে জালে জড়িয়ে ফেলতে চায়। বলা শুরু করে যে মহিলাটির সবকিছুই তার কাছে স্পেশাল। এরপর শুরু করে তার স্ত্রীর দোষের বর্ণনা। বলে তার স্ত্রী তাকে তার মত এতোটা বোঝে না। এর পরে সে একজন কবির ভূমিকায় অবতীর্ণ হবে।
- কবি ? কবির ভূমিকায় ? এখানে আবার কবির প্রসঙ্গ আসল কেমনে ? এবার বিভ্রান্ত হয়ে আমি আপাকে জিজ্ঞাসা করলাম। (ক্রমশঃ)
&&&&&&&&&&&&&
ডিসক্লেইমারঃ-রঙে ভরা আমার ব্যাংকিং জীবন অনেক পুরানো স্মৃতি নির্ভর আত্মজীবনী মূলক লেখা। স্মৃতি-বিভ্রাট তো ঘটতেই পারে , তাছাড়া মূল ঘটনা বর্ণনা করতে কাল্পনিক সংলাপ বা ঘটনা ,ইত্যাদি সন্নিবেশিত হয়ে থাকতে পারে।জ্ঞানমূলক আলোচনা সহজ করতে কল্পিত ঘটনাও থাকতে পারে। তাই বইটির প্রকাশিত এবং প্রকাশিতব্য খন্ড /পর্ব সমূহ কে উপন্যাসধর্মী আত্মজীবনী হিসেবে গণ্য করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ছদ্ম নামও ব্যবহার করেছি। এ সব বিষয়ে সংশ্লিষ্ট কারো কোন আপত্তি থাকলে আমাকে জানালে তা সংশোধন করে নিব।
******************************
বাংলাদেশ সময়: ১০:৩৯:৩২ ৫৪৮ বার পঠিত #রঙে ভরা ব্যাংকিং.স্মৃতিচারণ মূলক #সাহিত্য. জালাল উদ্দীন মাহমুদের লেখা