বুধবার, ১৫ এপ্রিল ২০২০
চীনের দেওয়া তথ্যকে বিশ্বাস করায় ডব্লিউএইচওকে অর্থায়ন বন্ধ: ট্রাম্প
Home Page » এক্সক্লুসিভ » চীনের দেওয়া তথ্যকে বিশ্বাস করায় ডব্লিউএইচওকে অর্থায়ন বন্ধ: ট্রাম্পস্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: ডব্লিউএইচও চীনের দেওয়া তথ্যকে বিশ্বাস করেছে বলে তাই অর্থায়ন বন্ধ করে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) হুমকি দেওয়ার পর সত্যি সত্যি তা কার্যকর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প ডব্লিউএইচও’তে অর্থায়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি তার প্রশাসনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করতে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ডব্লিউএইচও তার ‘প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ’ হয়েছে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, চীনে করোনার আবির্ভাবের পর এর প্রতিক্রিয়ায় প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ডব্লিউএইচও। ডব্লিউএইচও চীনের দেওয়া তথ্যের ওপরেরই বিশ্বাস করেছে।
এসময় তিনি আরও বলেন, ডব্লিউএইচও’কে এজন্য অবশ্যই কৈফিয়ত দিতে হবে। ট্রাম্প ডব্লিউএইচও’কে ‘মিথ্যা তথ্য’ প্রচারের জন্য অভিযুক্ত করে বলেন, চীনের তথ্যের ওপর বিশ্বাসের কারণে বিশ্বব্যাপী এই ভাইরাস ২০ গুণ বৃদ্ধি পেয়েছে।
গত ৭ এপ্রিল চীনের প্রতি ডব্লিউএইচও’র পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংস্থাটিতে মার্কিন তহবিল দান হ্রাসের হুমকি দেন ট্রাম্প। সেসময় তিনি বলেন, আমরা ডব্লিউএইচও’র পিছনে অর্থ ব্যয় স্থগিত করতে যাচ্ছি।
এদিকে প্রাণঘাতী এই করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৬ হাজার ৪৬ জন। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিবিসি, এন ডি টিভি।
বাংলাদেশ সময়: ৯:৩৩:১১ ৮১৮ বার পঠিত # #করোনা ভাইরাস #মহামারি আকারে করোনা ভাইরাস #সারা বিশ্বে করোনা