রবিবার, ১২ এপ্রিল ২০২০
ভয়- আবু তালহা বিন মনির
Home Page » সাহিত্য » ভয়- আবু তালহা বিন মনিরবিশ্ব আজ মৃত্যুপুরী,
লাশের মিছিল সারি সারি।
ভয় আর আতংকে নিস্তব্ধ পৃথিবী,
স্বজন হারানোর এক করুণ আকুতি।
আজ নিয়েছে কেড়ে আমার দূরন্তপনা।
প্রাঞ্জলতাকে দিয়েছে ঢেকে,
চঞ্চলতা গেছে হারিয়ে।
ভয়! শুধু ভয়!
কবে হানা দেয় আমাতে।
লেখক-
আবু তালহা বিন মনির
কবি ও প্রাবন্ধিক
সাধারণ সম্পাদক,
হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস)-বাংলাদেশ,
সুনামগঞ্জ জেলা শাখা।
বাংলাদেশ সময়: ২২:৩২:৩১ ৫৮৫ বার পঠিত