রবিবার, ১২ এপ্রিল ২০২০
ত্রাণের জন্য চামরদানী ইউপি সদস্যদের হাতে লাঞ্ছিত দিনমজুরে
Home Page » বিবিধ » ত্রাণের জন্য চামরদানী ইউপি সদস্যদের হাতে লাঞ্ছিত দিনমজুরেআতিক ফারুকী,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের ইউপি সদস্য আলেহা বেগমের হাতে মানবিক সহায়তা নিতে আসা এক ব্যক্তি লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। লাঞ্চিত হওয়া ব্যক্তি ওই ইউনিয়নের জলুষা গ্রামের বাসিন্দা তাহের আলীর ছেলে। রোববার বিকেলে উপজেলার মধ্যনগর খাদ্যগুদাম প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। লাঞ্চিত হওয়ার পর সহায়তা না নিয়েই ফিরে যান এতিম আলী।
জানা যায়, ওইদিন চামরদানী ইউনিয়নের ভিজিডি কার্ডধারীদের মাঝে মার্চ ও এপ্রিল মাসের চাল এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কার্যক্রমের ত্রাণ বিতরণের জন্য উপকারভোগীদের মধ্যনগর খাদ্যগুদাম প্রাঙ্গণে ডাকা হয়। সকাল থেকে উপকারভোগীরা সেখানে এসে অপক্ষো করতে থাকে। কিন্তু সংশ্লিষ্টরা বিতরণ কার্যক্রমে দেরি করায় এতিম আলী বিকেল চারটার দিকে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেহা বেগমের সাথে কথা বলেন। আলেহা বেগম অপেক্ষা করতে বলনে। কিন্তু এতিম আলী অপেক্ষা করতে রাজি না হয়ে আলেহা বেগমের কাছে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে তার (এতিম) প্রদত্ত টাকা ফেরত চান। এতেই ক্ষিপ্তি হন আলেহা বেগম। আর এতিম আলীকে পাঞ্জাবির কলার ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেন আলেহা বেগম। এ সময় অন্য উপকারভোগীরাসহ ওই ইউনিয়নের একজন ইউপি সদস্য সেখানে উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে সমালোচনার ঝড় উঠে।
সরকারি সুবিধা দেওয়ার কথা বলে ২০১৭ সালে অকাল বন্যায় গঠিত দুর্যোগের সময় এতিম আলীর (আলেহা বেগমের ভাষ্যমতে সন্তু মিয়া) কাছ থেকে ৫০০ টাকা নিয়েছিলেন স্বীকার করে অভিযুক্ত আলেহা বেগম বলেন, ‘ত্রাণ দিতে দেরি হওয়ায় ওই ব্যক্তি (এতিম) আমার কাপড় ধরে টানাটানি করেছে। অপমান সহ্য করতে না পেরে এমনটি করেছি। পরে তার ত্রাণ তাকে দেওয়ার জন্য আমি বাড়িতে নিয়ে এসেছি। আর সে আমার ভাতিজা হয়।’
চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না বলেন, ‘জলুষা গ্রামের তাহের আলীর ছেলে এতিম আলীর সাথে এমনটি ঘটেছে বলে শুনেছি। কি কারণে এমনটি ঘটেছে তা বলতে পারছি না। তবে উপকারভোগীদের সাথে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তালেব বলেন, ‘ওই ইউপি সদস্য ও ওই ব্যক্তির মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি তারা সংশোধন করে নিয়েছে বলে আমাকে জানিয়েছে তারা।’
বাংলাদেশ সময়: ২২:২৮:০৯ ৭৪৩ বার পঠিত