রবিবার, ১২ এপ্রিল ২০২০
পঙ্গপাল - ম,বজলুর রাহমান
Home Page » বিনোদন » পঙ্গপাল - ম,বজলুর রাহমানসময়ের, ঝিম নীরবে,
মানুষ শঙ্কাকুল। চোরেরা নির্ভুল;
মেতেছে, চুরির মচ্ছবে।
কী যে, ঘনঘোর!
ডাইনে চোর, বায়ে চোর,
উপরে চোর; নিচে চোর।
মরি মরি, চোরের কী সিনাজুরি।
যতসব, সাড়ে হারামখোর।
এমন চোরও, আছে ভবে!
সব খায়। যেখানে যা-পায়।
দেখেশুনে, পিলে চমকায়।
রাস্তাঘাট, নদীখাল,
ভিক্ষের, কাজলা চাল।
ক্ষুধাতুরের,তেল নুন ডাল, আলু,
ওইযে! কার যেন, মহান খালু।
নিকট কুটুম্ব,
মাইজ পচা ডিম্ব।
কিছুতেই যেন ঘোচেনা আকাল!
ধিক শত ধিক। ঘৃনিত পঙ্গপাল।
এখনো না হলে, আরো সাবধান
খালুরা এভাবেই, খেয়ে যাবে ধান।
———————————–
১০ ই এপ্রিল, ২০২০
বাংলাদেশ সময়: ১৯:৪০:০৪ ৬৪৭ বার পঠিত #বজলুর রাহমানের কবিতা #বাংলা কবিতা #শ্রেষ্ঠ বাংলা কবিতা