রবিবার, ১২ এপ্রিল ২০২০
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী: কৃষিতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা
Home Page » অর্থ ও বানিজ্য » ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী: কৃষিতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনাবঙ্গ-নিউজ: করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সহায়তা প্রান্তিক পর্যায়ের কৃষকদের পর্যন্ত দেওয়া হবে। যা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে। ক্ষুদ্র ও মাঝারি চাষিরা পাঁচ শতাংশ সুদে এ ঋণ নিতে পারবেন।
রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রণোদনা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে বিশ্বে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। আমাদের দেশেও অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে। সেসব কৃষকদের সহযোগিতা ও কৃষিখাতের ক্ষতি পুষিয়ে নিতে আমরা পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা দিচ্ছি।
কৃষকের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কেউ কোনও জায়গা ফাঁকা রাখবেন না। একটু জায়গাও ফেলে রাখবেন না। যার যতটুকু জায়গা আছে সেখানে চাষাবাদ করুন।
বাংলাদেশ সময়: ১২:০০:১২ ৭২৯ বার পঠিত #কৃষিতে প্রণোদনা #প্রধান মন্ত্রী #ভিডিও কনফারেন্স #শেখ হাসিনা