শনিবার, ১১ এপ্রিল ২০২০
ভাঙ্গায় ত্রান বিতরণ করলো স্কুলের বন্ধুরা
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ত্রান বিতরণ করলো স্কুলের বন্ধুরাব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় সরকারী ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৬ ব্যাচের ২০ জন বন্ধুদের নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার ৯টি ওয়ার্ড ও আলগী ইউনিয়নে এ কার্যক্রম করা হয়।
জানা যায়, করোনা ভাইরাসের ফলে গৃহবন্ধী হয়ে অসহায় দিন যাপন করা ৫০ টি পরিবারকে চাল, ডাল, আলু, পেয়াঁজ, তেল ও সাবান দিয়ে সহযোগীতা করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের অই বন্ধুরা। সরকারের পাশাপাশি দরীদ্র ও অসহায় পরিবারদের সহযোগীতার জন্য তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে আবির মুন্সি বিতু বঙ্গ-নিউজকে জানায়, ইতোমধ্যে আমরা ৫০ টি পরিবারকে সহযোগীতা করেছি। এ পরিস্থিতিতে প্রতি শুক্রবার তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ০:২৭:৪১ ১৫০৯ বার পঠিত #করোনা ভাইরাস #ত্রান বিতরণ #ফরিদপুর #ভাঙ্গা