বুধবার, ৮ এপ্রিল ২০২০
আমরাই সেই ভাগ্যবান -নূরুল ইসলাম বিপিএম
Home Page » বিবিধ » আমরাই সেই ভাগ্যবান -নূরুল ইসলাম বিপিএমমানবো নাকো কোনো বাঁধা করবো নাকো ভয়,
জ্ঞান-বুদ্ধি সচেতনতায় এ বিপর্যয়কে করবো মোরা জয়।
পাপ-পূণ্যের হিসাব খুলে কষছে হিসেব যতোসব পূণ্যবান!
বিপদ এলেই আমজনতার কাঁধে পাপের দোহাই দিয়ে নিজেদের বাড়ায় মূল্যমান!
ওরে সব মূর্খ-পাপী,এ নয় কোনো পাপ-পূণ্যের খেলা,
যে এসেছে ঘাতক হয়ে,সেও এই জগতে খেলছে নাগর দোলা।
যার খেলা সে খেলছে আপন মনে,জয় পরাজয় মাঠেই পরিচয়,
খেলতে হবে সবার সাথে,শুধু খেলা জানতে হয়।
এই খেলাতেও জিততে হবে,লড়বো তেমন করে,
অতীতেও যেমন করে এসব বালাই পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছি ঘরে।
কেউ কখনও পারেনি জিততে,আমরাই সেই ভাগ্যবান।
আমরাই সেই মানবজাতি,আমাদের রয়েছে জেতার মতো সেই সে অমূল্যজ্ঞান।
৮ এপ্রিল ২০২০ খ্রিঃ