বুধবার, ৮ এপ্রিল ২০২০
লকডাউন - ম,বজলুর রাহমান
Home Page » বিনোদন » লকডাউন - ম,বজলুর রাহমান
জীবন-
শেখায় নিরন্তর। আপন
ছন্দে। টাইমলাইন,
টাইমআপ।এবার, লকডাউন।
শ্রবণ
সুন্দর, কথার কাহন।
বিচলন থামে, দিবস যামে।
আজও কত তারা, আকাশে।
মন কেমনের কথা, নিঃশ্বাসে।
সৈকতে, আসেনা কেউ
নির্জনতায় ভাঙে ঢেউ।
সুনসান বেলাভূমি, তুমুল।
ফুটেছে, সাগর লতা ফুল,
তীর ছুঁয়ে। বেগুন রঙা;গুলাবী।
নীলজলের, পিঠে: আলাপী
ডলফিনের ঝাঁক। অবাক!
বেলুয়া প্রান্তরের, সকাল
রাঙায়, লাল কাঁকড়ার দল।
আর যদি, দেখা না হয়,
যদি; মনে দু:খ রয়ে যায়।
তুমি এসো; বোস
কিছুক্ষণ। সেইখানে;
একদিন, বসে ছিলাম, দু’জনে।
———————————
৬ই এপ্রিল, ২০২০।
বাংলাদেশ সময়: ১১:১৮:২৬ ৫৪১ বার পঠিত #বজলুর মাহমানের কবিতা #বাংলা কবিতা #শ্রেষ্ঠ বাংলা কবিতা