মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
করোনা বড় না-মারুফ মোহাম্মদ জাকিউর রহমান
Home Page » সাহিত্য » করোনা বড় না-মারুফ মোহাম্মদ জাকিউর রহমান
সবাই বলে দোষী করোনা
আসলে দোষ এই আমাতে-
আমার ঘরে এলি রে তুই
আমায় কিছু শেখাতে।
ধর্ম যদি কর্ম না হয়
দিন কেটে যায় ধূপে-
আবার তুই ফিরে এলি
নতুন এক রূপে।
মনের মাঝে আঁকতাম যদি
মানবতার রেখা-
তোর সাথে আজ এখানে
হতো না আর দেখা।
অমানুষের ভীরে আজ
মানুষের যায় প্রাণ-
ইসরাফিলের শিংগায়
বুঝি লেগে গেল টান!
সময় থাকতে দিব্য জ্ঞান
দাও হে আল্লাহ্, দাও হে দয়াময়-
তোমার দয়ায় এই প্রজন্ম
হোক না ছায়াময়।
বাংলাদেশ সময়: ২১:৪৮:৩৯ ৭০২ বার পঠিত