মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০

রাতের আঁধারে দরজায় দরজায় “হাসির প্যাকেট” নিয়ে ফেরি করছে আলোর অন্বেষণ

Home Page » অর্থ ও বানিজ্য » রাতের আঁধারে দরজায় দরজায় “হাসির প্যাকেট” নিয়ে ফেরি করছে আলোর অন্বেষণ
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০



ফাইল ছবি

পবিত্র সরকার, সিলেট প্রতিনিধি বঙ্গ-নিউজঃ করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক গৃহবন্দি সকল মানুষ। কর্মহীন প্রায় সকলেই,সবচেয়ে কষ্টে জীবন যাপন করছেন নিম্নবিত্ত, দিনমজুর ও খেঁটে খাওয়া মানুষ। অনেকেই সরকারি সহযোগিতার জন্য হাত পাতলেও,লোক লজ্জার ভয়ে হাত পাততে পারছেন না এক শ্রেনীর মানুষ।

আবার অনেকে দেশের নাগরিক থাকা সত্ত্বেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন। অন্যদিকে এক শ্রেনী অসহায়, পরিস্থিতির স্বীকার মানুষদের নিয়ে সেলফি বানিজ্যে ব্যস্ত সময় পার করছেন।

তাই সিলেটের বহুল পরিচিত সংগঠন “আলোর অন্বেষণ” ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে। রাতের আঁধারে পরিচয় গোপন করে “হাসির প্যাকেট ” ফেরি করে পৌঁছে দিচ্ছে দরজায় দরজায় ।

রাতের আঁধারে পৌছে দেওয়ার কারণ জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রনি বলেন- “আলোর অন্বেষণ” হলো একটি সমাজ উন্নয়ন মূলক সংগঠন আমাদের বাহ বাহ কুড়ানো উদ্দেশ্য নয়,নীরবে মানুষের মুখে হাসি ফুটানো’তেই আমাদের আনন্দ।

খাদ্য ভর্তি “হাসির প্যাকেট” রাতের আঁধারে পৌছে দেওয়ার মূল কারণ হলো, আমরা চাই না কারো আত্মসম্মানে আঘাত লাগুক। তিনি আরো বলেন, করোনাভাইরাস পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৪০:০৬   ৫৪৫ বার পঠিত   #  #  #