মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০

দুর্যোগ- লাবু মাফরু

Home Page » শিশু-কিশোর » দুর্যোগ- লাবু মাফরু
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০



 আল্লাহকে ভয় করি

আল্লাহকে ভয় করি
দুর্যোগকে নয়
কেন এতো দিধা বলে
কেন করো শংসয় ।

করি সবাই মোকাবিলাl
নয় কারো অবহেলা
তবে হবে জয়
আল্লাহকে ভয় করি
অন্য কিছুতে নয়।

জাতি ভেদে নির্বিশেষে
আছে যারা মানুষের বেসে করি
প্রকাশ আজ এসে
কে আসল মানুষ হয়।

লাবু মাফরু

বাংলাদেশ সময়: ১:৫৬:২৪   ৮৯৫ বার পঠিত   #  #  #