সোমবার, ৬ এপ্রিল ২০২০

ভাঙ্গায় করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, স্যাম্পল সংগ্রহ

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, স্যাম্পল সংগ্রহ
সোমবার, ৬ এপ্রিল ২০২০



 প্রতিকী ছবি

ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় এই প্রথম করোনা উপর্সগ নিয়ে সালাম মাতুব্বর (৬৮) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জ্বর, শ্বাসকষ্ট ও লিভারে সমস্যা হওয়ায় ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে সোমবার ভোররাতে তিনি মৃত্যু বরণ করেন।
তিনি উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া গ্রামের প্রয়াত আইজুদ্দিন মাতুব্বরের ছেলে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকির সাংবাদিকদের জানায়, জ্বর, শ্বাসকষ্ট এবং লিভারে সমস্যা হওয়ায় তিনি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। করোনা ভাইরাসে তার মৃত্যু হয়েছে কিনা এ সন্দেহে তার শরীর থেকে স্যাম্পল সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, কিছুদিন পূর্বে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার রাতে তিনি অসুস্থ্য হলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পরামর্শ দেয়। মেডিকেলে নেওয়ার আগে পথিমধ্যে সে মৃত্যু বরণ করেন। সম্প্রতি মালয়েশিয়া প্রবাসী দুইজন বাংলাদেশী মৃতের পাশের বাড়ীতে বসবাস করেন বলে জানাগেছে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৩৬   ১০০৯ বার পঠিত   #  #  #