শনিবার, ৪ এপ্রিল ২০২০

হাওর সাহিত্য পাঠাগারের আজীবন সদস্য হলেন পারভীন আক্তার পান্না

Home Page » বিবিধ » হাওর সাহিত্য পাঠাগারের আজীবন সদস্য হলেন পারভীন আক্তার পান্না
শনিবার, ৪ এপ্রিল ২০২০



---

স্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা পারভীন আক্তার পান্না হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) পরিচালিত হাওরভিত্তিক দেশের একমাত্র পাঠাগার “ কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারের আজীবন সদস্য পদ লাভ করেছে।পাঠাগারে ১০০ টি বই দান করে তিনি সদস্য পদ পান।উল্যেখ্য এর পাঠাগারে তিনি একটি বুক সেল্ফ দিয়েছিলেন।এক সংক্ষিপ্ত প্রেস বার্তায় আজ বঙ্গনিউজকে বিষয়টি নিশ্চিত করেন পাঠাগারটির প্রতিষ্ঠাতা হাওরকবি জীবন কৃষ্ণ সরকার।

 

জানতে চাইলে তিনি বলেন এই পাঠাগারটি হাওরের লেখকদের কথা,হাওরের কৃষ্টিকালচার সংরক্ষণের বিষয়টিকে মাথায় নিয়ে ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে।ইতোমধ্যে পাঠাগারটিতে ২৪০০ গুরুত্বপূর্ণ বই রাখা হয়েছে।বই প্রেমিক সকলে পাঠাগারটি ভিজিট করবেন এবং আজীবন সদস্য হবেন।

 

এসময় তিনি নবনির্বাচিত আজীবন সদস্য পারভীন আক্তারকে পাঠাগারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৫০   ৬৬৮ বার পঠিত