শুক্রবার, ৩ এপ্রিল ২০২০

ভাঙ্গায় গাঁজা চাষ করায় স্ত্রী ও ছেলে গ্রেফতার, স্বামী পলাতক

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় গাঁজা চাষ করায় স্ত্রী ও ছেলে গ্রেফতার, স্বামী পলাতক
শুক্রবার, ৩ এপ্রিল ২০২০



গাঁজা চাষ করায় গ্রেফতার আকিরণ বেগম ও মো. বোরহান খন্দকার
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় পরিবারের সদস্যরা একত্রে গাঁজা চাষ করায় স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গঙ্গাধরদী গ্রাম থেকে গাঁজার গাছ সহ তাদেরকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে স্বামী পলাতক।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের মো. তারা মিয়া খন্দকারের স্ত্রী আকিরণ বেগম (৫৭) ও তাদের ছেলে মো. বোরহান খন্দকার (২৩)।
পুলিশ সুত্রে, উপজেলার গঙ্গাধরদী গ্রামে মো. তারা মিয়া খন্দকার ও তার পরিবারের সদস্যরা নিজ বাড়ীতে গাঁজা উৎপাদনের জন্য গাঁজা চাষ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়ীতে এস আই আব্দুল্লাহ এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মিয়া খন্দকার পালিয়ে যায়। এ সময় বাড়ীতে থাকা তারা মিয়া খন্দকারের স্ত্রী ও ছেলেকে গাঁজার গাছ কোথায় আছে জানতে চায় পুলিশ। এ সম্পর্কে কিছু জানে না বলে প্রথমে তারা পুলিশের কাছে অস্বীকার করে। এক পর্যায় তাদের দেখানো চাষকরা ১৭টি গাঁজার গাছ সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৩৯   ৪১০৩ বার পঠিত   #  #  #  #