বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০

তোমাকে চাই- এ এস এম কামরুজ্জামান পাইলট

Home Page » সাহিত্য » তোমাকে চাই- এ এস এম কামরুজ্জামান পাইলট
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০



এ এস এম কামরুজ্জামান পাইলট

সকালের স্নিগ্ধ হাসিতে তোমাকে চাই!
ঝলমলে সূর্যের মত অালো বিলাতে তোমাকে চাই,
সারাদিনের ব্যস্ততায় প্রশান্তির পরশে তোমাকে চাই,
মহামারীতে সংক্রামিত পৃথিবীকে প্রশান্ত করতে তোমাকে চাই,
ক্ষুধার্ত মানুষকে সেবার মাঝে তোমাকে চাই,

নির্যাতনের প্রতিবাদে প্রখর হতে আমি তোমাকে চাই,

মানবতার মানব ধর্ম কে সারা পৃথিবীতে প্রজ্বলিত করতে তোমাকে চাই,

আত্মার সড়কের প্রচেষ্টায় নিজেকে চেনার মাঝে আমি তোমাকে চাই,

তৃষ্ণার্ত মনের অস্থিরতা কে নিবৃত্ত করতে তোমাকে চাই

তোমার কলমের ঝংকারে-হুঙ্কারে অনিয়ম উশৃঙ্খলের প্রতিবাদ খর্গ হতে আমি তোমাকে চাই।

সত্যের অন্বেষণে তোমাকে চাই!

স্রষ্টার সৃষ্টির রহস্যকে উন্মোচিত করতে তোমাকে চাই
লৌহ মাহফুজের মহাজ্ঞান দিয়ে পৃথিবীকে প্লাবিত করতে আমি তোমাকে চাই

সমাজের গহীন অন্ধকারকে ঠেলে সকালের স্নিগ্ধতায় ফের আমি তোমাকে চাই!

তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই!

বাংলাদেশ সময়: ২০:৪০:৫১   ৭৬৩ বার পঠিত   #  #  #  #  #