সোমবার, ৩০ মার্চ ২০২০

চাই ত্রাণকর্তা রূপে - রোজিনা মাহমুদ রোজী

Home Page » শিশু-কিশোর » চাই ত্রাণকর্তা রূপে - রোজিনা মাহমুদ রোজী
সোমবার, ৩০ মার্চ ২০২০



চাই ত্রাণকর্তা রূপে

মরণ ঘাতক এলে তুমি চুপে চুপে
এলে তুমি মহামারি কান্নারূপে
কান্না আমার দিবা রাতি তোমায় ডেকে
দাও দয়াময় রহমতের চাদরে ঢেকে।

বন্ধ আছি আজ জীবনের অন্ধকূপে
দাও করে দূর ঘাতকেরে দুঃস্বপ্নরূপে
চারিদিকে ঘাতক কালোর আঁধার ঢালা
দূর করে দাও আতংক আর শংকা জ্বালা।

আকাশ বাতাস কান্না ব্যথায় ভরে গেছে
মুসলিম সব কাঁদছে তোমার পায়ের কাছে
অন্যরা সব বন্দনা গায় আগরবাতি গন্ধধূপে
আজ সবাই চায় বিপদমুক্ত ত্রাণকর্তারূপে।

জানি না হায় আসবে কি সুদিন?
দিন হবে কি আর স্বপ্ন রঙিন?
জানি না কোন পূন্যের ফলে?
মুক্তি মিলবে জগৎ তলে
পূজার মালা দিলাম তোমায় চরণতলে।

পূণ্য দিয়ে পূর্ণ করতে পারিনি ধরা
পাপের ফসল দিয়ে ভরেছি ঘরা
দাও বিধাতা তোমার রহমতের আলো
ঘুম ভেঙে দেখি যেন কেটেছে সব আঁধার কালো।

রোজিনা মাহমুদ রোজী

বাংলাদেশ সময়: ৭:২৫:৪৭   ৬৮৭ বার পঠিত   #  #  #