সোমবার, ৩০ মার্চ ২০২০

তুমি আলো -(গীতিকার লুৎফা জালাল এর জন্মদিনে) মু.জালাল উদ্দিন নলুয়া

Home Page » Wishing » তুমি আলো -(গীতিকার লুৎফা জালাল এর জন্মদিনে) মু.জালাল উদ্দিন নলুয়া
সোমবার, ৩০ মার্চ ২০২০



 মু.জালাল উদ্দিন নলুয়া ও লুৎফা জালাল

দোষ ত্রুটি
দেখে আমার তুমি যে হাসো
ভুল ত্রুটি
সব কিছু তুমিই ভালবাসো।

বুদ্ধিরানী
তুমি ওগো মোর সুখে-দুঃখে
শান্তির বাণী
যোগাও কেবল আমার বুকে।

ছলনার
বুঝো না তুমি কোন ছলা কলা
ললনার
সর্ব গুণে তুমি চিরসুফলা।

সেবিকা যে
দিবা নিশি করছো মোর সেবা
পাকশী যে
তোমার মতো আছেই কেবা?

তুমি আলো
“অলংকার” তোমার গুণাবলী
তুমি ভালো
দিবানিশি এই কথাই বলি।

বাংলাদেশ সময়: ০:৩০:২১   ৮১৮ বার পঠিত   #  #