বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০

ঘরে থেকেই জানলা খুলে দেখছি পতাকা- হাসানুজ্জামান কল্লোল

Home Page » শিল্প ও ছবি » ঘরে থেকেই জানলা খুলে দেখছি পতাকা- হাসানুজ্জামান কল্লোল
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০



 ঘরে থেকেই জানলা খুলে দেখছি পতাকা

আজ ঘরে থেকেই জানলা খুলে দেখছি পতাকা
লাল সবুজ শাড়ীর আঁচল কেমন কান্না-কাঁপা!
পিতার চিবুকে ভাইয়ের ট্রিগারে দেখেছি অগ্নিজল
এমনদিনেই যোদ্ধার আঙুলে দিঘী ছিল টলমল।

অবরুদ্ধ আজ বসন্ত বাউল, খাঁচায় স্বাধীন পাখী
আমরা সবাই এক সুরে‌ বলি: একটু দুরেই থাকি!
কবি-র কুসুম বোঝেনি যেমন শরীর সবটা নয়
পাশেথাকা মানে অনুভবে থাকা আত্মার নেই ক্ষয়!

আবার হাসবে যান্ত্রিক ক্ষেতে কিষানীর প্রিয় হাত
বিজয়ী সকাল জাগবেই দেখো কাটবে ভয়ের রাত

হাসানুজ্জামান কল্লোল

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১৮   ৭৫৬ বার পঠিত   #  #  #