বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
বিনা চিকিৎসায় জর্জড়িত বীর মুক্তিযোদ্ধা
Home Page » সারাদেশ » বিনা চিকিৎসায় জর্জড়িত বীর মুক্তিযোদ্ধাআল-আমিন সালমা, বঙ্গ-নিউজ//
দীর্ঘদিন ধরে ক্যান্সার,শ্বাসকষ্ট ও অ্যাজমায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আলী উসমান।
বিনা চিকিৎসায় ক্রমেই মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছেন সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আলী উসমান। একাত্তরের রণাঙ্গনে যিনি অসীম সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, জীবনের শেষ প্রান্তে এসে অসহায় হয়ে পড়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সার, হাঁপানিসহ নানান জটিল রোগে ভুগছেন তিনি। ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ছয় মাস চিকিৎসা নিয়ে অর্থাভাবে বছরখানেক আগে তিনি বাড়ি ফিরে যান। আর্থিক সংকটের কারণে পুনরায় চিকিৎসাসেবা নিতে পারছেন না।
মুক্তিযোদ্ধা আলী উসমান অবিবাহিত জীবনযাপন করেছেন। তিনি তার এক ভাতিজা আকতার হোসেনকে দত্তক নিয়ে নিজের ছেলের মতো মানুষ করেছেন। তার একমাত্র আয়ের উৎস মুক্তিযোদ্ধা ভাতার টাকা। পালিত সন্তান আকতার হোসেন বলেন, ‘ওষুধের জন্য প্রতিদিন হাজার টাকার ওপরে খরচ হয়, যা জোগান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তাই চিকিৎসার অর্থ সরবরাহসহ একটি বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই।’
অসুস্থ মুক্তিযোদ্ধা আলী উসমান বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ৭৮ বছর বয়সে জীবনের শেষ প্রান্তে এসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছি
বাংলাদেশ সময়: ৯:১৯:৪৯ ৯৮২ বার পঠিত #মুক্তিযুদ্ধার মানবেতরজীবনযাপন