বুধবার, ২৫ মার্চ ২০২০

একাত্তরের স্বাধীনতা -গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » একাত্তরের স্বাধীনতা -গুলশান আরা রুবী
বুধবার, ২৫ মার্চ ২০২০



গুলশান আরা রুবী

মা’গো আমি দেখিনি একাত্তরের বিজয়

দেখিনি যুদ্ধ দিনের করুণ দিন গুলো।


সোনার দেশের সোনার ছেলেরা

গিয়েছিলো যুদ্ধে আর আসেনি ফিরে

আর আসেনি ফিরে কোনদিন।


বিজয় পেয়েছি আমরা

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে।


আজও শহীদ জননীরা কাঁদে

আমার খোকা আসবে ফিরে

আসবে আমার বুকে।


মায়ের চোখের জলে বুক যে ভাসে

আজও প্রতিদিনের মতো,


সেই মেঠোপথের  ধারে

দাঁড়িয়ে আছেন দু’হাত বাড়িয়ে।


ঐ পাক হানাদার বাহিনী

নির্মম ভাবে হত্যা করেছে

আজও তাদের সেই শহীদের আত্মচিৎকার

শুনা যায় নিশিরাতে।


এই দেশের জন্য ভাষার জন্য

দিয়েছে যারা প্রাণের  বলিদান ।


তারাই হলো বাংলা মায়ের শেষ্ঠ সন্তান।


একে একে কেটে স্বাধীনতার ৪৯ বসন্ত,


তবুও আজও শুনি বাংলার

সখিনা-রহিমার ধর্ষণের কলংকিত আত্মচিৎকার।


স্বাধীনতা এনেছিলাম স্বাধীনভাবে বাঁচব বলে।


আজ সেই স্বাধীনতা ভাগাড়ে পরিণত

কিছু অমানুষ নামে হায়েনাদের কারনে।


তবুও আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলায়

স্বাধীন দেশের মানুষ।


বঙ্গবন্ধুর স্বপ্ন ভূলে স্বার্থ নিয়ে বেহুশ।


আমরা সবাই স্বাধীনতার স্বাদ নিতে চাই যদি

ধনী-গরীব নাই ভেদাভেদ

সবাই মিলে সন্ধি।


জীবনের সব কিছু তুচ্ছ করে

লড়লো যারা বীরের বেশে,


স্বাধীনতার ফুল ফুটেছে

আমাদের ঐ বাংলাদেশে।

বাংলাদেশ সময়: ২০:১০:০২   ৬৯৭ বার পঠিত   #