বুধবার, ২৫ মার্চ ২০২০

গণহত্যাঃ একাত্তর-ইফতেখার আলম

Home Page » বিনোদন » গণহত্যাঃ একাত্তর-ইফতেখার আলম
বুধবার, ২৫ মার্চ ২০২০



ইফতেখার আলম

মার্চ পঁচিশের রাত- একাত্তরের ঢাকা,

চৌরাস্তার সব বাতি নিভে গেছে, রকের আড্ডা নেই,
অলি-গলি, চায়ের দোকান ফাঁকা।
ব্লাক আউট বাংলার শ্যামল ললাটে,
ছমছম ঘুটঘুটে আঁধারের ভূতুড়ে শহর,
ঘরের চালায় ডাকে ভীষণ অলক্ষ্মী পেঁচা,
অস্বস্তি বুকে নিয়ে নগরের ক্লান্ত মানুষের চোখে ঘুম।

অদম্য বাঙালীর মুক্তচেতনা আর বিপ্লবী স্বর
কফিনে স্তব্ধ করে
ইয়াহিয়া ছেড়ে যায় ঢাকা, সন্ধায়।
কসাই টিক্কার হাতে গুঁজে এক ঘৃণ্য নীলনকশার ছক
অপারেশন সার্চলাইট।

যমটুপি জমাট আঁধার
গুবরে পোকার মতো সারি সারি জলপাই ট্যাংক
কর্কশ শব্দে নামে রাজপথে,
তীক্ষ্ণ নখরে তার কাঁদে ধূলিকণা,
পিচঢালা পথ, বস্তির সরু গলি;
পথের দুইধারে ঝাঁপিবন্ধ বিক্ষিপ্ত দোকানপাট,
ফুটপাতে ঘুমন্ত বাস্তুহীন শিশু,
সারি সারি মানুষের ডেরা,
সর্বত্র হামলে পড়ে হায়নার ঝাঁক।

যত্রতত্র ফোঁটে কামানের গোলা
লেলিহান শিখায় গনগনে রাতের আকাশ,
অবিরাম মেশিনগানের গুলি
এফোঁড় ওফোঁড় করে নিরস্ত্র বাঙালির দেহ,
রক্তের নোনা গন্ধে ঝুরঝুর গলে যায়
মাটির কঠিন ঢেলা,
কলকল ফেনিল স্রোতে জেগে ওঠে মৃত নর্দমা।

দাউ দাউ জ্বলে উঠে নিরন্ন মানুষের ভিটা,
জ্বলন্ত দেহ নিয়ে দিগ্বদিক ছুটাছুটি কিছুক্ষণ;
পদ্মা-মেঘনার স্রোতে অতঃপর মিশে যায়
সবুজে রক্ত আঁকা স্বাধীন পতাকা।

ছাত্রাবাস, পুলিশ ব্যারাক, পিলখানা ইপিআর
নীলক্ষেত, ছাপাখানা, প্রেসক্লাব
রক্তের স্রোতে পিচ্ছিল।
দেয়াল, ফুলের টব, জানালার আরশি
পাশবিক উন্মত্ততায় ঝাঁঝরা-খানখান।

উন্মুক্ত বক্ষ পিন্জরে হৃৎপিন্ড উঁকি দেয়া
-আমার বোনের লাশ;
চূর্ণ করোটি গলে উষ্ণ মগজ, আমার ভায়ের লাশ;
বারান্দায়, স্নানঘরে, ফুলের বাগানে, লনে, চত্বরে,
স্তূপীকৃত লাশ।
বর্বর ভুট্টোর কুমন্ত্রে উন্মত্ত
কসাই টিক্কা, আবরার, রাও ফরমান
অযুত লাশের ভার কাঁধে নেয় এক লহমায়।

রোকেয়া হলের ছাদ, ডাইনিং, বিছানায় আকুতি
আর্তনাদ, ছিন্নভিন্ন দেহ-
দুর্গন্ধময় পাকিস্তানী সামরিক বুট
পিষ্ট করে প্রাণের বেহাগ, বেহালার ছড়,
আমার বোনের প্রগাঢ় লজ্জা আর হৃত সম্মান
ঢেকে দেয় আষাঢ়ের কৃষ্ণতম মেঘ;
নির্বিবাদ চাঁদ, তুমি মুখ ঢাকো মেঘের আড়ালে ।।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৪৩   ৭১২ বার পঠিত   #  #  #