বুধবার, ২৫ মার্চ ২০২০
আজ প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ,দেবেন করোনা ভাইরাস নিয়ে দিকনির্দেশনা
Home Page » জাতীয় » আজ প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ,দেবেন করোনা ভাইরাস নিয়ে দিকনির্দেশনাবঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস নিয়ে জাতিকে দিকনির্দেশনা দেবেন বলে গত সোমবার গণমাধ্যমকে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভাষণে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। তবে কখন এই ভাষণ প্রচারিত হবে তা এখনো জানানো হয়নি।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। আর আক্রান্তের সংখ্যা আরো ছয়জন বেড়েছে। এতে মোট আক্রান্ত হয়েছেন ৩৯ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে একজন ওমরাহ ফেরত। বাকি চারজন আক্রান্তদের থেকে সংক্রমিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১১:৪৬:১৮ ৫৮৮ বার পঠিত # #করোনা নিয়ে #জাতির উদ্দেশ্যে ভাষন #প্রধান মন্ত্র