বুধবার, ২৫ মার্চ ২০২০
নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিত
Home Page » জাতীয় » নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতবঙ্গ-নিউজ: নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে গত ২৪ ঘণ্টায় এই রোগে মৃতের সংখ্যা বিগত দুই দিনের তুলনায় বেড়েছে। তবে নতুন রোগী বৃদ্ধির হার কমেছে।
মঙ্গলবার ৭৪৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থা। তাদের নিয়ে এই রোগে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮২০ জনে।
এর আগে রবিবার ৬৫০ জন এবং সোমবার ৬০২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল দেশটি।
তার আগে শনিবার তার আগের ২৪ ঘণ্টায় ৭৯৩ জনের মৃত্যু তথ্য জানায় ইতালি সরকার। গত ২১ ফেব্রুয়ারি দেশটিতে এই রোগ সংক্রমণ ধরা পড়ার পর ওটাই ছিল একদিনে সবচেয়ে বেশি সংখ্যকের মৃত্যু।
এদিকে মঙ্গলবার ইতালির কর্মকর্তারা নতুন করে তিন হাজার ৬১২ জনের করোনাভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছে। নতুন সংক্রমণ বৃদ্ধির হার আগের দিনের চেয়ে ১ শতাংশ পয়েন্ট কম।
ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৭৬ জন। এদের মধ্যে মঙ্গলবার নাগাদ আট হাজার ৩২৬ জন পুরোপুরি সেরে উঠেছেন। এখন আইসিইউতে আছেন তিন হাজার ৩৯৬ জন।
ইতালির সবচেয়ে বেশি আক্রান্ত উত্তরাঞ্চলীয় লোমবার্দির অবস্থা এখনও শোচনীয়। মঙ্গলবার নাগাদ সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৭০৩ জনে, আর মৃত্যু হয়েছে চার হাজার ১৭৮ জনের।
বাংলাদেশ সময়: ১০:৩৩:৩৭ ৯৫১ বার পঠিত # #করোনা ভাইরাস #মহামারি আকারে করোনা ভাইরাস #সারা বিশ্বে করোনা