মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০

লকডাউনে না বরং ‘আইসোলেশনে’ যাচ্ছে ঢাবি ক্যাম্পাস

Home Page » জাতীয় » লকডাউনে না বরং ‘আইসোলেশনে’ যাচ্ছে ঢাবি ক্যাম্পাস
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০



 ফাইল ছবি

দেশব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে ক্লাস-পরীক্ষা ও আবাসিক হলগুলো বন্ধের পর এবার পুরোপুরি আইসোলেশনে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)ক্যাম্পাস। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানী।

এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ পায়। তবে এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘লকডাউন নয়, ক্যাম্পাস টোটাল আইসোলেশনে যাচ্ছে। এ লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। লকডাউনের সিদ্ধান্ত যদি সরকারিভাবে আসে, আমরা সেটা অনুসরণ করব।’

তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে জনসংখ্যা একদম নিম্ন পর্যায়ে নিয়ে আসা হয়েছে। ক্লাস-পরীক্ষা এবং আবাসিক হল সব বন্ধ রয়েছে। তাই আমরা আইসোলেশন তথা কোয়ারেন্টাইনের যে পলিসি সেগুলো কঠোরভাবে অনুসরণ করতে যাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া অন্য গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের গাড়ি ব্যাতিত সবাইকে অন্যান্য এক্সেস ব্যবহার করার জন্য বলা হয়েছে। আর আমরা এক্সেসগুলো আস্তে আস্তে বেরিকেড দিয়ে ক্লোজড করে দেব।’

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৩   ৬৮১ বার পঠিত   #  #  #  #