মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
সিলেটে সংস্কৃতি কর্মিদের করোনা ভাইরাস এর বিরুদ্ধে কর্মসুচি
Home Page » প্রথমপাতা » সিলেটে সংস্কৃতি কর্মিদের করোনা ভাইরাস এর বিরুদ্ধে কর্মসুচি
পবিত্র সরকার, সিলেট প্রতিবেদক, বঙ্গ নিউজ.কম
দ্বিতীয় দিনের মতো সিলেটের সংস্কৃতি কর্মীদের করোনাভাইরাস মোকাবেলায় শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
সেই সাথে সচেতনতা মূলক স্টিকার বিতরণ করা হয়, নগরীর রিকাবীবাজার ও চৌহাট্টা সহ বিশেষ বিশেষ পয়েন্ট এ ঐ সব সামগ্রী বিতরণ করা হয়।
সিলেটের বিভিন্ন সংস্কৃতি কর্মীদের একতাবদ্ধ ভাবে শ্রমজীবী মানুষের মাঝে সাবান সহ মাস্ক বিতরণ করা হয়।
কাঁচামালের দোকান, ফার্মেসী এবং অন্যান্য জরুরী সেবা ছাড়া বাকি সব বন্ধ থাকবে। এই কর্মসূচি জনগণের মধ্যে আতংকের নয় বরং সচেতনতা কাজ করবে বলে জানিয়েছেন নাট্যকার ও নাট্য নির্দেশক হুমায়ুন কবির জুয়েল । শুধু নিজে সচেতন নয় বরং নিজের পরিবারকে এবং প্রতিবেশীকে সচেতন করা আপনার আমার সবার দায়িত্ব। আরো সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এই দূর্যোগের মোকাবেলা করা সহজ হবে বলে জানিয়েছেন আরেকজন সাংস্কৃতিক কর্মী বিকু রঞ্জন দাশ।
সিলেট শ্রমজীবী মানুষ সহ সাধারণ পথচারীদের মাইকিং এর মাধ্যমে সচেতন মূলক কাজ করে যাচ্ছে উক্ত সংস্কৃতি কর্মীরা।
সেই সময় উপস্থিত ছিলেন সিলেট নাট্যপরিষদের সভাপতি:মিশফাক আহমেদ মিশু,ও সাধারণ সম্পাদক: রজত কান্তি গুপ্ত।
বাংলাদেশ সময়: ২৩:৩০:০৮ ৬৭৭ বার পঠিত #করোনা ভাইরাস #সংস্কৃতি কর্মি #সিলেটে