সোমবার, ২৩ মার্চ ২০২০

সিলেটে যুক্তরাজ্য ফেরত যিনি মারা গেলেন,তার লাশের পাশে ছিলো না কোন আত্মীয়

Home Page » আজকের সকল পত্রিকা » সিলেটে যুক্তরাজ্য ফেরত যিনি মারা গেলেন,তার লাশের পাশে ছিলো না কোন আত্মীয়
সোমবার, ২৩ মার্চ ২০২০



 মানিকপীর মাজারে দাফন

পবিত্র সরকার, সিলেট প্রতিবেদক, বঙ্গ-নিউজঃ  সিলেট শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্য ফেরত এক নারী ২২/০৩/২০২০ তারিখ সোমবার, ভোরে মারা গেছেন। এই মহিলাকে দুপুর ১.১০ মিনিটে মানিকপীর মাজারে দাফন করা হয়েছে।

আজ সিলেটে যিনি মারা গেলেন,তার লাশের পাশে ছিলো না কোন আত্মীয়, তার জানাজায় ছিলো না কোন মুসুল্লি। শেষবারের মতো এক নজর দেখতে ভীড় করে। ফেসবুকে বিদেশে করোনায় মৃতের লাশ সৎকারের দৃশ্য দেখে শিউরে উঠেছি অনেকেই। এটি ফেসবুক নয়, বাস্তব এবং বাংলাদেশের সিলেট সিটির দৃশ্য। যে দৃশ্য দেখে কেউ স্থির থাকতে পারে না।
সিলেটে তিনিই প্রথম ব্যাক্তি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:০৩   ৫৮৫ বার পঠিত   #  #