সোমবার, ২৩ মার্চ ২০২০

রাজধানীর মিরপুরে আরেক জনের মৃত্যু, করোনায় আক্রান্ত বলে ধারণা

Home Page » প্রথমপাতা » রাজধানীর মিরপুরে আরেক জনের মৃত্যু, করোনায় আক্রান্ত বলে ধারণা
সোমবার, ২৩ মার্চ ২০২০



সংগৃহীত ছবি

বঙ্গ-নিউজ:  রাজধানীর মিরপুরের টোলারবাগে আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে, যিনি আগের দিন ওই এলাকায় করোনাভাইরাসে মারা যাওয়া বৃদ্ধের ঘনিষ্ঠজন ছিলেন।

রোববার রাত পৌনে ৮টার দিকে মারা যাওয়া ৭৬ বছর বয়সী এই ব্যক্তিও নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা আফরোজ লাকী বলেন, “তার করোনাভাইরাস পজিটিভ ছিল বলে আইইডিসিআর নিশ্চিত করেছে।”

এই ব্যক্তি উত্তর টোলারবাগের বাসিন্দা এবং সেখানকার দারুল ইহসান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বলে এলাকার ভবন মালিক সমিতির সভাপতি শুভাশিষ বিশ্বাস জানিয়েছেন।

শুভাশিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিন মিরপুরের ডেল্টা হাসপাতালে করোনাভাইরাসে মৃত ব্যক্তির প্রতিবেশী ছিলেন তিনি। তারা দুজনই একই মসজিদে নামাজ পড়তেন। দুজন খুব ঘনিষ্ঠ ছিলেন।

দুই-তিন ধরে এই ব্যক্তির জ্বর ও শ্বাসকষ্ট ছিল জানিয়ে তিনি বলেন, তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। আইইডিসিআর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহও করা হয়েছিল।

পরে এই ব্যক্তিকে বাসায় ফেরত আনা হয়েছিল জানিয়ে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন, বিকালে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আইইডিসিআরের তত্ত্বাবধানে তার মৃতদেহের সৎকার করা হবে বলে অতিরিক্ত উপকমিশনার মাহমুদা জানিয়েছেন।

পরপর দুদিন দুই জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উত্তর টোলারবাগের বাসিন্দাদের মধ্যে।

সেখানকার ওই মসজিদে যাতায়াতকারী কয়েকজন জানিয়েছেন, এই মসজিদে নামাজ পড়েন এমন আরও পাঁচ-ছয়জন অসুস্থ হওয়ায় করোনাভাইরাস পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বাংলাদেশে ২৭ জন আক্রান্ত এবং দুজনের মৃত্যু হয়েছে বলে দুপুরে জানিয়েছিল সরকারের রোগ নিয়ন্ত্রণ সংস্থা আইইডিসিআর।

বাংলাদেশ সময়: ১১:১৫:০৮   ৫২৬ বার পঠিত   #  #  #  #