রবিবার, ২২ মার্চ ২০২০
ধর্মপাশায় পশুর হাট সাময়িক বন্ধ ঘোষনা
Home Page » সারাদেশ » ধর্মপাশায় পশুর হাট সাময়িক বন্ধ ঘোষনাস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ //সুনামগঞ্জ জেলার ধর্মপাশা-মধ্যনগরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে আজ (২২ মার্চ) পশুর হাট বন্ধ ঘোষণা করেছে ধর্মপাশা উপজেলা প্রশাসন।
এছাড়াও চায়ের দোকানে আড্ডা দেওয়া টিভি দেখা নিষেধ করা হয়েছে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব জানান, ধর্মপাশা উপজেলার পশুর হাট মহেষখলা বাজার,ধর্মপাশা বাজার সাময়িক বন্ধ ঘোষনা করা হয়েছে। কারন পশুর হাটে জনসমাগম বেশী হয়।এবং বর্তমানে আলোচিত করোনা ভাইরাসের সংক্রমণ পশুর মধ্যে বেশী থাকে। তাই পশুর হাটগুলো সাময়িক বন্ধ ঘোষনা করা হয়েছে। এবং পরবর্তী আমরা মাইকিং করে সবাইকে জানিয়ে দেব।
বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩২ ৮৯৮ বার পঠিত #ধর্মপাশা #পশুর হাট বন্ধ ঘোষনা