রবিবার, ২২ মার্চ ২০২০

আইসোলেশনে থাকা করোনা ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু

Home Page » জাতীয় » আইসোলেশনে থাকা করোনা ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু
রবিবার, ২২ মার্চ ২০২০



সংগৃহীত ছবি

বঙ্গ-নিউজ:   সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশনে রাখা লন্ডনফেরত এক নারীর মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জানান, রোববার ভোর রাতে হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় ৬১ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী। সিলেট শহরেই তার বাড়ি।
চিকিৎসকরা জানান, ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশির সঙ্গে শাসকষ্টে ভোগার পর গত ২০ মার্চ ওই নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। সিলেটের এ হাসপাতালেই কভিড-১৯ এর চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট করা হয়েছে।

ওই নারীর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণের উপসর্গ থাকলেও পরীক্ষা না হওয়ায় চিকিৎসকরা এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

সিভিল সার্জন বলেন, ওই নারীর নমুনা সংগ্রহ করার জন্য আইইডিসিআরের প্রতিনিধিদের রোববার সিলেটে আসার কথা ছিল। কিন্তু তার আগেই তার মৃত্যু হল।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ২৪ জনের আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে আইইডিসিআর; মৃত্যু হয়েছে দুইজনের।

বাংলাদেশ সময়: ১০:১৩:৫৫   ৬২২ বার পঠিত   #  #  #  #