রবিবার, ২১ জুলাই ২০১৩
রাজধানীতে প্রতি সিগন্যালে লাগছে ১ ঘণ্টারও বেশি!
Home Page » প্রথমপাতা » রাজধানীতে প্রতি সিগন্যালে লাগছে ১ ঘণ্টারও বেশি!বঙ্গনিউজ ডটকমঃ ঈদকে সামনে রেখে রাজধানীতে প্রতিদিনই যানজট তীব্র আকার ধারণ করছে। যাত্রী ও চালকরা বলছেন, প্রায় প্রতিটি সিগন্যালেই তাদের ১ ঘণ্টার বেশি সময় আটকে থাকতে হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এত কিছুর পরও ট্রাফিক বিভাগ বলছে, যানজট নিরসনে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। যানযট-রাজধানী ঢাকার নিত্য দিনের চিত্র। তার উপর রমজান এলে এই দুর্ভোগের মাত্রা যেন অসহনীয় পর্যায়ে পৌঁছায়। চালকদের অভিযোগ রমজান শুরুর পর থেকে তাদের একেকটি ট্রাফিক সিগন্যাল পার হতে সময় লাগছে ১ থেকে সোয়া এক ঘন্টা।
শুধু তাই নয় গণপরিবহনের জন্য রাজধানীবাসীর অপেক্ষার যেন শেষ নেই। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না যানবাহন।
এ ব্যাপারে ট্রাফিক বিভাগ বলছে, ঈদেকে সামনে রেখে কেনা-বেচার ধুম পড়ে যায়। যার প্রভাব পড়ে রাস্তায়। তবে, যানযট কমাতে কমিউনিটি পুলিশসহ অতিরিক্ত লোকবল নিয়োগ করা হয়েছে বলে জানান, ডিএমপি জয়েন্ট কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম।
যানজট সহনীয় পর্যায়ে আনতে সাধারণ মানুষের সচেতনতার উপরও জোর দেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২:৫৩:৪১ ৪৪০ বার পঠিত