শুক্রবার, ২০ মার্চ ২০২০

মধ্যনগরে করোনার প্রভাবে দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট!

Home Page » সারাদেশ » মধ্যনগরে করোনার প্রভাবে দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট!
শুক্রবার, ২০ মার্চ ২০২০



---

আল-আমিন সালমান ও আতিক ফারুকী,বঙ্গ-নিউজ//

নোভেল করোনা  ভাইরাস  থেকে বাঁচতে চৌদ্দ দিন ঘরে অবস্থান করতে হবে। এমন ঘোষনার পর থেকে গত দুই দিন আগে  নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের হার স্বাভাবিক থাকলেও গতকাল থেকে সুনামগঞ্জের মধ্যনগর বাজারে  উর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। এছাড়াও খাঁচা  বাজারসহ মনোহারী ও মুদি দোকান গুলোতে নিত্য প্রয়োজনীয় জিনপত্র গুলোর মধ্যে পেঁয়াজ,রসুন,তেল,মরিচ,আদা ও লবণের  কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।


আজ  শুক্রবার দুপুরে মধ্যনগর বাজারে সরেজমিনে লক্ষ করা গেছে খাঁচা বাজার ও মনোহারি দোকান গুলোতে  ক্রেতাদের উপচেপড়া ভীড়।  একটি পরিবারের সাধ্যমত  যতটুকু  নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রয়োজন বেশীরভাগ তার থেকে ৫/৬ গুন বেশী ক্রয় করছে। যার ফলে খাঁচামালের বাজরে  পেয়াজ সহ সব ধরনের পণ্যের কৃত্রিম সংকট তৈরি হয়েছে।


মধ্যনগর বাজারে পেয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা লবন,তেলসহ সব পন্যর কেজী ১০/২০ টাকা বেশী দামে বিক্রি হচ্ছে।


আশ পাশের গ্রাম থেকে হাটে আসা ক্রেতারা জানায়, গতকাল থেকে যে পেয়াজের দাম ছিল ৩৫-৪০ টাকা। আজ সকাল থেকে করোনা ভাইরাসের প্রভাবে সেই পেয়াজের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৭০-টাকা।এছাড়াও অনান্য আনুষঙ্গিক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ধীরে ধীরে  বৃদ্ধি পাচ্ছে।



খাঁচা বাজারের ব্যবসায়ীরা জানান, করোনা ভাইরাসের সংক্রমণের কারনে আমরা কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে পারছিনা। এবং ক্রেতা সমাগম বেশী হওয়াতে পেঁয়াজ,রসুন,আদাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে।


তবে মধ্যনগর থানা আশপাশের বাজার গুলোর মধ্যে গুলগাঁও বাজার,মহেষখলা বাজার,সাতুর বাজার, চৌরাস্তা বাজার ও বংশীকুন্ডা বাজারে  সবধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম  স্বাভাবিক  রয়েছে


মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ  আল মামুন বলেন,যে অসাধু ব্যবসায়ীরা করোনা ভাইরাসের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অতিরিক্ত অতিরিক্ত দামে বিক্রি করছে।এদের বিরুদ্ধে খোঁজ নিয়ে  আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৫:৩২   ৭১৯ বার পঠিত