বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

হেরে গেছি জিতে-ঋত্বিক বন্দ্যোপাধ্যায়

Home Page » সাহিত্য » হেরে গেছি জিতে-ঋত্বিক বন্দ্যোপাধ্যায়
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০



 

যদি সত্যি চলে যাই এই পৃথিবী ছেড়ে …… তুমি ভেবোনা ফাঁকি দিয়েছি তোমায়….. মেঘহীন রাতে ছাদে এসে দাঁড়িও একা…..
আমি খসে পড়া তারা হয়ে জানাবো আজও অপেক্ষায় আছি তোমার মহাকালের অনন্ত সীমায় …….
ওই দূরে … বহু দূরে যেখানে আকাশ মিশেছে পৃথিবীর সাথে,
ওই দিগন্তে পড়ন্ত বিকেলের গোধূলি আভায় একবার দেখো?
হয়তো ফেলে আসা স্মৃতি হয়ে আবার জন্ম নেবে একরাশ আশা
হয়তো বা, ভেসে যাওয়া মেঘ এক পশলা বৃষ্টি হয়ে আশীর্বাদ করে যাবে l
ওই দেখো দক্ষিনা বাতাস কানে কানে বলে গেলো….
‘সে আর আসবে না…… আসবে না কোনো দিন l’
অপেখ্যা কোরো না, স্মৃতি গুলো ফেলে এসো ওই গভীর খাঁদে, পিছন ফিরে দেখো না আর l
উন্মুক্ত হয়ে স্নান কোরো ওই ঝর্ণার জলে, আত্মশুদ্বি করো,
একবার লোক সমখ্যে চিৎকার করে বোলো …. ‘আমি জিতেছি, হেরে গেছো তুমি ‘
আমি মুচকি হেসে বলবো, ‘ওরে, আমি যে হেরে গেছি জিতে l’
ঋত্বিক বন্দ্যোপাধ্যায়

ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ২১-শে এপ্রিল ১৯৬১, কলকাতার সঙ্গীতমনস্ক বন্দ্যোপাধ্যায় পরিবারে। বাবা স্বর্গীয় চিত্তপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ভীশ্বদেব চেট্টাপাধ্যায় এর প্রিয় ছাত্র। কাকা পীযূষপ্রসন্ন পণ্ডিত রবিশঙ্করের শিল্পশিক্ষায় দীপ্ত। ১৭ বছর বয়সে নিজেকে স্বাবলম্বী করা ও দেশমাতৃকার সেবায় নিজেকে সমর্পিত করার জন্য ভারতীয় বায়ুসেনায় যোগদান এবং ২১ বছর ধরে এই নিষ্ঠাপালন। ১৯৯৯ সালে বায়ুসেনা থেকে সেবানিবৃত্তির পর আই আই টি খড়্গপুরে যোগদান। ২০০৭ সালে রবীন্দ্রভারতীকে আপন করে নেওয়া এবং নিরাপত্তা সুরক্ষা অধিকারী হিসেবে যোগদান। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্রকল্যাণ অধিকারী, Purchase Officer এবং Law Officer এর দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের Security and Disaster Management পাঠ্যক্রমের কো-অর্ডিনেটর এর দায়িত্বপ্রাপ্ত। ২০১৬ -তে আমন্ত্রণমূলক বক্তৃতা প্রদান অক্সফোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:০৭   ৭৫৫ বার পঠিত   #  #  #  #