বুধবার, ১৮ মার্চ ২০২০

সিয়ান এর লেখা ‘আমার একটা গ্রাম আছে’

Home Page » সাহিত্য » সিয়ান এর লেখা ‘আমার একটা গ্রাম আছে’
বুধবার, ১৮ মার্চ ২০২০



আমার একটা গ্রাম আছে

আমার একটি গ্রাম আছে।আমাৱ মনের বাড়িও ওখানে

গ্রামে গিয়ে আমি হই তৃপ্ত ।

প্রজাপতি করে মধু সংগ্রহ ।  গ্রামের সবাই তারা অনেক ভালো।

পূরো গ্রামটা যেন আমাদের বাংলো

গাছে গাছে ছেয়ে আছে ওরা  কত আপন

কলাগাছ লেবু গাছ আম গাছ কত যে গাছ  সবাই  যেন  ভাই বোন

নানা রকম ফুল যেন ওদের আত্মীয় স্বজন ।

অনেক বড় একটা পুকুর আছে।

ওই পুকুরে  শিং মাছ পুঁটি মাছ তেলাপিয়া  চান্দা  সিলভার  কাতলা রুই

ব’লে আমরা এই পানিতে একসাথে শুই

আমার ইচ্ছে একদিন আমি ডাক্তার হই

ওই গ্রামে গিয়ে রই

অন্যন্য এক মানুষ হই

সিয়ান

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩১   ৭৩৫ বার পঠিত   #  #  #