বুধবার, ১৮ মার্চ ২০২০

ক রো না - ম,বজলুর রাহমান

Home Page » বিনোদন » ক রো না - ম,বজলুর রাহমান
বুধবার, ১৮ মার্চ ২০২০



ম,বজলুর রাহমান

হাকিম নড়তো; এখন হুকুমও নড়ে।

অতীত পড়ে, কিংবদন্তির ধারণা
বিধির বিধান ভাঙলে ,পরে-
গজব বালাই ছাড়েনা।
দম্ভ দাপট. তাড়না, খোদার উপর কেউনা।

ইবোলা নিপাহ সার্স; মার্স,
এইচ আই ভি-
এবার ত্রাস, করোনা।
কে জানে! প্যাথোজেনের নিদানে
আছে আরো কী, মারণ; প্রাণঘাতী।
ত্রিশঙ্কু। ফোঁসছে নাকি, ডেঙ্গুও।

পঙ্গপালের ওড়াউড়ি
আতঙ্ক, বিশ্ব জুড়ি।
উৎকন্ঠায়, বাতাস ভারী
রূপ নিয়েছে মহামারি।

মৃত্যু ভয়ে, খরকম্প
থেমে গেছে, লম্ফঝম্ফ।
ফাঁকা ফোঁপা, রাস্তাঘাট
নগরপিতার ‘রেড অ্যালার্ট’

বালাই নাকি, হাতের কামাই
মানে না, নারী পুরুষ; ডন সামুরাই।
কী এক মহা ত্রাসন!
নেই বিকল্প, সকল কাজে; অনুশাসন।

করোনা
সবার উপর, জীবন সত্য, কেউ কারও না।
——————————————–
১৮ই মার্চ,২০২০

বাংলাদেশ সময়: ১৭:২০:৪৩   ৫০২ বার পঠিত   #  #  #  #