মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০

ভাঙ্গায় অগ্নিকান্ডে ভস্মিভুত কয়েকটি দোকান, ক্ষতির পরিমাণ কয়েক লাখ

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় অগ্নিকান্ডে ভস্মিভুত কয়েকটি দোকান, ক্ষতির পরিমাণ কয়েক লাখ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০



অগ্নিকান্ডে দোকান পুড়ে ভস্মিভুত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ থেকে ২০টি দোকান পুড়ে ভস্মিভুত হয়েছে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা। রোববার দিবাগত রাত পোনে ১টায় উঁচাবাজার নামক বাজারে এ অগ্নিকান্ড ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। বাজারের রাতের প্রহরী ও স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে এগিয়ে যায়। মুহুর্তেই আগুনের লেলিহান আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছায়। ভাঙ্গা ও সদরপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের দাবী এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ী সাহাদাৎ হোসেন, লিয়াকত হুজুর, বাদল ঠাকুর ও রফিকের। সবমিলিয়ে ২৫টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. সজিবুর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কাপড়ের দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে ১৪টি দোকান পোড়ার তথ্য রয়েছে। প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:১২   ৬৮০ বার পঠিত   #  #  #